
স্টাফ রিপোর্টার, মোঃ ইউনুছ আলী :
পীরগঞ্জে এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে ইলেকট্রিক হাউজ ওয়ারিং টুলস বিতরণ ইউ পি জি উপকারভোগী পরিবারের উন্নয়ন, পরিবর্তন, সফলতা ও ক্ষুধামুক্ত পরিবার গঠন, বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত ইউনিয়নে রূপান্তর কার্যক্রম সম্পর্কে সরকারকে অবহিতকরণ বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । গত ২৬ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম । সভায় স্থানীয় সরকার, স্থানীয় অংশীদার, গ্রাম উন্নয়ন কমিটির শিশু ও যুব ফোরামসহ বিভিন্ন অংশীজনরা অংশগ্রহণ করেন । প্রধান অতিথি প্রশিক্ষণপ্রাপ্তদের স্ব স্ব কর্মকাণ্ডে মনোযোগী হয়ে সংসারে সফলতা আনার আহ্বান জানান । এ সময় আরও বক্তব্য রাখেন এপি ম্যানেজার ডায়মন্ড জেস্পার ঘাগ্রা ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রোগ্রাম অফিসার আব্রাহাম হাঁসদা , ইয়াং প্রফেশনাল রকি পালমা , রওশন আনজুম নুরিম ও সুফলভোগী নয়মী কৃস্কু প্রমুখ।