
শেখ নুরুজ্জামান (কালিগঞ্জ সাতক্ষীরা) প্রতিনিধিঃ
কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক শেখ মোদাচ্ছের হোসেন জান্টু (৬৮) আর নেই । (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের মরহুম শেখ মোস্তফা হোসেনের পুত্র। গত ২১ ফেব্রুয়ারি, শুক্রবার কালিগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের জুম্মার নামাজ আদায় জন্য আসেন জুম্মার নামাজের আগ মুহূর্তে হঠাৎ মসজিদে অসুস্থ হয়ে পড়েন তাৎক্ষণিক মুসল্লিদের সহযোগিতায় পরিবারের লোকজন দ্রুত উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এরপর অর্থাৎ শনিবার( ২২শে ফেব্রুয়ারি২০২৫) সকাল আনুঃ ৭টা ৪৫ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় স্টোক জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । ২২ শে ফেব্রুয়ারি উপজেলার ঐতিহ্যবাহী বাজার গ্রাম রহিমপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে মহৎপুর সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
মরহুম শেখ মোদাচ্ছের হোসেনের জানাজার নামাজের ইমামতি করেন বাজার গ্রাম রহিমপুর জামিয়া ইমদাদিয়া তালিমুল কোরআন মাদ্রাসায় প্রতিষ্ঠাতা ও খতিব পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা অজিহুর রহমান।মৃত্যু কালে তিনি স্ত্রী ২ ছেলে, ভাই বোন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম শেখ মোদাচ্ছের হোসেন ওরফে (জান্টু ) সাবেক সোনালী ব্যাংক ম্যানেজার শেখ মোদাব্বের হোসেন এবং অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টুর ভাই। তিনি ব্যক্তি হিসেবে অত্যন্ত সদালাপী এবং হাসউজ্জ্বল ব্যক্তি ছিলেন। তাহার অকাল মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী (সফু) সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এম আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী আল মামুন সাংবাদিক ফজলুল হক, আলমগীর হোসেন, শেখ আল নূর ইমন শেখ নুরুজ্জামান সহ সকল নেতৃবৃন্দ শোক সমাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।