
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি:
পার্বত্য অঞ্চলের প্রবীণ গুণী সাংবাদিক, দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ কে এম মকসুদ আহমেদ-এর মৃত্যুতে প্রেসক্লাবের উদ্যোগে খাগড়াছড়িতে শোকসভার আয়োজন করা হয়েছে।২৩ ফেব্রুয়ারি (রবিবার) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাব হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াত সাংবাদিক এ কে এম মকসুদ আহমেদ’র রূহের মাগফিরাত কামনায় আল আমিন বারিয়া এতিমখানার এতিমদের দিয়ে খতমে কুরআন পড়ানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। শোকসভা শেষে আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এ কে এম মকসুদ আহমেদ’র কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য বলেন, “আমরা একজন সুযোগ্য ও সাহসী একজন অভিভাবককে হারিয়েছি, যিনি যে কোনো সাংবাদিকের সমস্যায় পাশে দাঁড়াতেন এবং সর্বোচ্চ সহযোগিতা করতেন বলে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি, রাঙামাটি থেকে প্রকাশিত দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি পাহাড়ের প্রবীণ সাংবাদিকতার পথিকৃৎ হিসেবে পরিচিত ও সবার প্রিয়মুখ।শোকসভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ সভাপতি মোঃ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূসসহ জেলা সদরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।জানা যায়, এ কে এম মকসুদ আহমেদ ৫৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাক-এর পার্বত্য রাঙামাটি জেলার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) রাত ৯.৩০ মিনিটে রাঙামাটি সদর হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।