
মোহাম্মদ আলী,রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী ও সহকারি প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনসহ ৪ জনের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি ও প্রতারনার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা হয়েছে। শরিফ মোহাম্মদ ফিরোজ আলম (৫৬) নামের একজন ঠিকাদার বৃহস্পতিবার লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন। মামলার অপর আসামীরা হলেন, পৌরসভার প্রশাসক ও পৌর নির্বাহী কর্মকর্তা। মামলা নং সি.আর ৫১/২০২৫ইং। মামলার বিবরনে জানা যায়, শান্ত ট্রেডার্সের মালিক শরিফ মোহাম্মদ ফিরোজ আলম বিধি মোতাবেক ২০২০ সালে পৌরসভার টেন্ডারে ইজিপিতে পৌরসভাধীন শ্রীপুর ঠাকুর বাড়ি থেকে আলী আকবর চেয়ারম্যান বাড়ি রোড পর্যন্ত ৬শত ৫০ মিটার ও রামগঞ্জ জামতলী রোড থেকে কামাল উদ্দিন খাল রোড ভায়া রৌকন উদ্দিন পাটোয়ারি বাড়ি পর্যন্ত ৫ শত ৫০ মিটার সড়ক দুইটি প্যাকেজে কার্পেটিংয়ের মাধ্যমে সংস্কারের ঠিকাদারি কাজ পায়। কাজের বরাদ্দ ছিলো ৪০ লাখ টাকা। টেন্ডার আইডি নং-২৮৭৭৩৭। ঠিকাদার যথারীতি কাজ শেষ করেন। পরবর্তীতে পৌরসভা তাঁকে বিভিন্ন তারিখে ৩টি চেকে ১৪ লাখ ৫০ হাজার দেন। বাকী ২৫ লাখ ৫০ হাজার টাকা মেয়র ও সহকারি প্রকৌশলীর যোগসাজসে চেক জালিয়তির মাধ্যমে তা আত্মসাৎ করেন এবং নথি গোপন করেন।
ঠিকাদার শরিফ মোহাম্মদ ফিরোজ আলম বলেন, মেয়র ও সহকারি প্রকৌশলী ক্ষমতার অপব্যহার ও জালজালিয়াতি করে আমাকে বিল না দিয়ে, নিজেরা বিলের বাকী সাড়ে ২৫ লাখ টাকা আত্মসাৎ করেন। আমি বিল চাইতে গেলে তারা আমাকে হুমকী ধমকীসহ নানাভাবে নাজেহাল করতো। ৫ আগস্টের পর বিল পেতে কয়েকবার পৌরসভা কার্যালয়ে গেলে বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ফাইল পাওয়া যাচ্ছেনা বলে হয়রানি করে আসছে। তাই আমি আমার ন্যায্য টাকা পাওয়ার জন্য ও প্রতারনার বিচার চেয়ে আদালতে মামলা করছি। মামলার বাদীর উকিল মোঃ আবদুর রহিম জানান, আদালত মামলাটি আমলে নিয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশের এডিশনাল এসপিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন জানান, তখন আমি দায়িত্বে ছিলাম। অনিয়ম হোক দুর্নীতি হোক কিছুটা ত্রুটি বিচ্যুতিতো অবশ্যই হয়েছে। এটা অস্বীকার করা যাবে না, বাট কারা যুক্ত ছিলো সেটা তদন্তে আসবে। এখন যাদেরকে আসামী দেয়া হয়েছে অনেকই বাদ যেতে পারে, আবার নতুন কেউ সংযুক্তও হতে পারে। বিল পরিশোধে অনেকেই জড়িত ছিলো।রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রামগঞ্জ পৌর প্রশাসক সাঈদ মোহাম্মদ রবিন শীষ জানান, এটা আগের বিষয়তো-আমি সঠিক বলতে পারছি না। তবে যেহেতু মামলা হয়েছে-সেহেতু এ ঘটনা আইনীভাবেই দেখা হবে।২০২৪ ইং সনের ২ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার এড়াতে পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী পলাতক থাকায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।