
স্টাফ রিপোর্টার,সুমা আক্তার :
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (২২ ফেব্রুয়ারি) কোনাবাড়ীর এশরার নগর হাউজিং সোসাইটির শতাধিক বাসিন্দা মানববন্ধনে অংশ নেন।মানববন্ধনে অভিযোগ করা হয়, গত বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত একদল সন্ত্রাসী কোনাবাড়ী হাউজিং এলাকায় তাণ্ডব চালিয়ে দোকানপাট ভাঙচুর করে এবং ৫-৭ জনকে মারধর করে আহত করে।
বক্তারা জানান, দেশীয় অস্ত্র নিয়ে প্রায় দুই শতাধিক সন্ত্রাসী ওই এলাকায় হামলা চালায়।এ সময় তারা বেশ কয়েকটি দোকান ভাংচুরের পাশাপাশি হাউজিং সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমানের পরিবার, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারেকের নাতিসহ কয়েকজনকে মারধর করে।এশরার নগর হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক মো. আব্দুল বারেক সরকার জানান, বৃহস্পতিবার কমিটির এক মিটিংয়ে সভাপতি সালাহ উদ্দিনের ছেলে উজ্জ্বলের সঙ্গে ফজলুর রহমানের তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে উজ্জ্বল বিষয়টি কোনাবাড়ী থানার বিএনপির সাধারণ সম্পাদক বাবুলের ছেলে সালিম অভহিত করে। পরে সালিমের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় দোকানপাট ভাংচুরসহ বিভিন্ন স্হাপনার ক্ষয়ক্ষতি করে। হামলায় তার নাতিসহ অন্তত ৫-৭ জন আহত হয়েছেন।স্থানীয়রা জানান, হামলার মূল নেতৃত্বে ছিলেন সালিম, যিনি কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেনের সন্তান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হউক।