
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে বই মেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২১শে ফেব্রুয়ারী (শুক্রবার) বিকেল ৪ঘটিকায় বই মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। উদ্বোধনী শেষে বই মেলার বিভিন্ন স্থল পরিদর্শক করেন।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও খাগড়াছড়ি পৌরসভার নাজমুল আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, আন্তর্জাতিক পদক প্রাপ্ত লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা ও খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এমএন আবছার, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল সহ প্রমূখ।
উদ্বোধনী শেষে টাউন হল প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।