
মো: খালেকুল ইসলাম, সৈয়দপুর উপজেলা (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নাশকতার অভিযোগে থানায় দায়ের হওয়া মামলায় কৃষক লীগ নেতা দুলাল হোসেন (৩৫) ও আওয়ামী লীগ কর্মী মো. হানিফ (৩০) গ্রেপ্তার হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে সৈয়দপুর শহরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টায় শহরের নয়াটোলা এলাকা থেকে গ্রেপ্তার হন মুজাহিদুল ইসলাম (৪৮) মোজা নামে আরেক পৌর ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী।
২০১৯ সালের ৪ আগস্ট সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের বিএনপি কার্যালয়ে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ এবং শহরে নাশকতার ঘটনায় সৈয়দপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশিকুর রহমান বাবলু বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ৯০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলাটি ছিল নং ২০।এ মামলায় অভিযুক্ত হানিফ (৪৩) ইসলামবাগ এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে এবং দুলাল হোসেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। অপর আসামী মুজাহিদুল ইসলাম (৪৮) মোজা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী, যিনি নয়াটোলা এলাকার মৃত কাওসার আলীর ছেলে।
তথ্য অনুযায়ী, আসামীরা মামলার পর থেকে আত্মগোপনে ছিল। শুক্রবার রাতে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালায়। গোলাহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম ও তদন্তকারী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে অভিযান চালিয়ে হানিফ ও দুলালকে তাদের শয়নকক্ষ থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে, মুজাহিদুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন বলেন, ‘‘আসামীদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’’ তিনি আরও জানান, ‘‘মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তার করতে প্রতিদিন অভিযান অব্যাহত রয়েছে।’’
এছাড়া, গত ২ দিনে আরও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামীকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর থানা পুলিশ। তারা হলেন—
১. আব্দুর রাজ্জাক (৫৫)
২. মুরাদ (৩৫)
৩. মোতালেব (৪৮)
৪. কোরবান আলী (৪৮)
৫. সিরাজুল (৩২)
এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের মামলা রয়েছে এবং তারা সাজাপ্রাপ্ত।