
স্টাফ রিপোর্টার: মোঃ শিহাব উদ্দিন শেখ:
ঢাকা জেলার আশুলিয়া থানাধীনল পাথালিয়া ইউনিয়ন কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় আশুলিয়ার পাথালিয়ায় গণবিদ্যাপিঠ হাই স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সদস্যদের এ আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী ঢাকা জেলা আমির দেলোয়ার হোসেন।পাথালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ রাশেদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, “১৯৫২ সালে ভাষা আন্দোলনের সৈনিক অধ্যাপক গোলাম আযম। কিন্তু ইতিহাস বিকৃত করে তাকে ভাষা সৈনিকের মর্যাদা দেওয়া হয়নি। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ইসলামপন্থিরাই দেশ গঠনের জন্য কাজ করেছে এবং তারাই সবচেয়ে বেশি ভুমিকা রেখেছে ।”
ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আল আমিনের সঞ্চালনায় তিনি আরও বলেন, “ফ্যাসিবাদরা পালিয়েছে, তারা বলেছিল হাসিনা পালায় না, আওয়ামী লীগ পালায় না। কিন্তু প্রধানমন্ত্রীসহ এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার সহ আওয়ামী লীগের বেশির ভাগ নেতা পালিয়েছে।তারা একসময় জামায়াতকে নিষিদ্ধ করতে চেয়েছিল কিন্তু তাদের ছাত্র সংগঠন ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে। এখন বাংলাদেশের সকল মানুষের আরও একটা দাবি, আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ এ দেশে হত্যা, খুন, ধর্ষণ, লুটের রাজনীতি শুরু করেছিল তা বাংলাদেশের মানুষ কখনও ভুলবে না। আর সেই কারণে আওয়ামী লীগের রাজনীতি এদেশের মানুষ আর চায় না।
তিনি আরও বলেন” কোন সন্ত্রাসের জায়গায় এদেশে হবে না, জুলুম নির্যাতন,ঘুষ, দূর্নীতি আর এদেশে চলতে দেওয়া হবে না। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে সকল অফিস, আদালতে বাংলা ভাষা ব্যবহার করতে হবে। বাংলাদেশকে একটি ইনসাফ মূলক কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হবে। তিনি বলেন বর্তমান অন্তবর্তী কালীন সরকার একটি বিপ্লবের সরকার, আর জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলাম একজন বিপ্লবী নেতা, এই বিপ্লবী সরকার থাকাকালীন আরেকজন বিপ্লবী নেতা জেলে থাকবে এটি হতে পারে না অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। “
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আফজাল হোসাইন, আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ শহিদুল ইসলাম, ঢাকা ১৯ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী জননেতা হাসান মাহবুব মাস্টার, ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুন অর রশিদ, ধামসোনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আল আমিন, ঢাকা জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবু সুফিয়ান।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াতের প্রায় তিন হাজার সহযোগী সদস্য এবং নেতাকর্মী।