
মোহাম্মদ আলী,রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
দুর্বৃত্তের আগুনে পুড়ে গেছে হতদরিদ্র রিক্সাচালক মফিজের মাথা গোঁজার ঠাঁই। কে বা কারা রাতের আঁধারে পৌর আউগানখীল গ্রামের পাঠান বাড়ির রিক্সাচালক মোঃ মফিজুল ইসলামের আগুন দিয়ে নতুন বসতঘর ও সমস্ত মালামাল পুড়ে দিয়েছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্থ মফিজুল ইসলাম। শুক্রবার দিবাগত রাত ২টায় এ আগুনের ঘটনা ঘটে। মফিজুল ইসলাম জানান, প্রায় ১৩/১৪ বছর আগে তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলা থেকে স্বপরিবারে রামগঞ্জ পৌর এলাকার আউগানখীল গ্রামে বসবাস শুরু করেন। বিভিন্ন মানুষের কাছ থেকে ধারদেনা করে জমি কিনে গত দুই মাস যাবত উক্ত জমিতে একটি টিনশেড বসতঘর নির্মান করেন। এখনো আমরা নির্মিত ঘরে বসবাস শুরু করিনি। বিদ্যুৎ সংযোগও নেইনি। তিনি আরো জানান, আমার স্ত্রী ও চার ছেলে নিয়ে আমরা এ এলাকায় বসবাস করে আসছি।
শুক্রবার রাত প্রায় ২টার দিকে হটাৎ আমার নতুন ঘরে আগুন দেখতে পাই। আমাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই আমার সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। আমি পথের ফকির হয়ে গেছি। রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ রবিন শীষ জানান, আমরা ঘটনাটি জানতে পেরেছি। ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত করে পৌরসভার তহবিল থেকে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করা হবে বলেও জানান তিনি। রামগঞ্জ ফায়ার ষ্টেশনের টিম লিডার ও ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা নুরুল আফছার জানান, ঘরে গ্যাস নাই, বিদ্যুত নাই কিভাবে আগুন লাগলো তা এখনো নিশ্চিত নই। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই বসতঘর ও সব মালামাল পুড়ে গেছে।