
মো: হাফিজুর রহমান জেলা প্রতিনিধি
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আজ। অনুষদীয় (ছাত্র) ও আন্তঃহন (ছাত্রী) এর ক্রিকেট ও ভলিবদের ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৭টি অনুষদ থেকে ছাত্ররা এবং ৩টি ছাত্রী হল থেকে মেয়ে শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
আনন্দ-উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলাসমূহ গতকাল ২১শে ফেব্রুয়ারি (শুক্রবার) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ক্রিকেটে (ছাত্র) চ্যাম্পিয়ন হয় ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ এবং রানার্স আপ হয় পোস্টগ্র্যাজুয়েট-১ (পিজি-১)। আবার ক্রিকেটে মেয়েদের থেকে মাম্পিয়ন ও রানার্স আপ হয়েছে যথাক্রমে হয়েছে নতুন ছাত্রী-২ এবং নতুন ছাত্রী হল-১। অন্যদিকে ভলিবল (ছাত্র) বেলায় চ্যাম্পিয়ন হয় কৃষি অনুষদ এবং ভলিবল (ছাত্র) খেলায় রানার্স আপ হয় ফিশারিজ অনুষদ। তবে ভলিবল (ছাত্রী) খেলায় চ্যাম্পিয়ন হয়েছে নতুন ছাত্রী হল-১ এবং ভলিবল (ছাত্রী) খেলায় বনার্স আপ হয়েছে ছাত্রী হল-২।
ছেলেদের ক্রিকেটে প্লেয়ার অব দ্যা ফাইনাল এবং টুর্নামেন্ট হন। ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের মোঃ হাবিবুল ইসলাম পলাশ এবং ছেলেদের ভলিবল প্রতিযোগিতায় প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হন কৃষি অনুষদের মোঃ হারিস উদ্দিন। অন্যদিকে ক্রিকেটে মেয়েদের থেকে প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হন নতুন ছাত্রীহল-১ এর শিক্ষার্থী রাফিয়া ইসলাম রিচি এবং ভলিবলে মেয়েদের থেকে প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হন একই হলের শিক্ষার্থী আশিয়া তাবাসসুম লাবণ্য। প্রতিযোগিতা শেষে বিকেলে পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অ্যন্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আনী জিন্নাহ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী, খেলার প্রশিক্ষক, অ্যাম্পায়ারসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এক পর্যায়ে উপাচার্য বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মাকে যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে উঠে তা ভবিষ্যৎ জীবনের জন্য পাথেয় হয়ে থাকে। শিক্ষার্থীদের মেধা বিকাশে যেকোনো উদ্যোগ করতে পাকৃবি প্রশাসন অত্যন্ত তৎপর বলেও উপাচার্য জানান। এদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বিজয়ী ও বিজিত শিক্ষার্থীরা উষ্ণ অনুভূতি ব্যক্ত করেন।