ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সৈয়দপুর রেলওয়ে কারখানায় পদোন্নতির দাবিতে শ্রমিকদের মানববন্ধন

প্রতিনিধি: মো. খালেকুল ইসলাম, সৈয়দপুর, নীলফামারী
দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত থাকার প্রতিবাদে সৈয়দপুর রেলওয়ে কারখানার যান্ত্রিক বিভাগের শ্রমিক-কর্মচারীরা মানববন্ধন করেছেন। তাদের দাবি, যথাসময়ে পদোন্নতি না হওয়ায় তারা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কারখানার প্রধান গেটের সামনে এই কর্মসূচি পালন করা হয়। শ্রমিকদের অভিযোগ নিয়ম অনুযায়ী তিন বছর অন্তর পদোন্নতি হওয়ার কথা থাকলেও, গত ১০ বছরে তা কার্যকর হয়নি। অথচ উচ্চপদস্থ কর্মকর্তারা নিয়মিত পদোন্নতি পাচ্ছেন। শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণ করা হচ্ছে না, বরং নিম্নপদস্থ কর্মচারীদের দিয়ে বাড়তি দায়িত্ব পালন করানো হচ্ছে।
শ্রমিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে কিছু পদে পদোন্নতি দেওয়া হলেও, অনেক বিভাগ এখনও অবহেলিত। বিশেষ করে ব্ল্যাক স্মিথি, ক্রেন ড্রাইভার, প্যাটার্ন মেকার, উড মেকার, টিন স্মিথি, ফার্নিস ম্যান ও কোর মেকার পদে কর্মরত শ্রমিকরা একেবারেই উপেক্ষিত রয়েছেন।কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে পদোন্নতি বাস্তবায়ন এবং শূন্যপদ পূরণের দাবি জানান। এর আগে, ১৩ ফেব্রুয়ারি, শ্রমিকদের পক্ষ থেকে বিভাগীয় তত্ত্বাবধায়কের (ডিএস) মাধ্যমে রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। তবে দাবি পূরণ না হলে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সমাধান না হলে পর্যায়ক্রমে কর্মবিরতি কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
১ মার্চ: সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি
২ মার্চ: সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি
৩ মার্চ: পূর্ণদিবস কর্মবিরতি
অন্য দাবিসমূহ মানববন্ধনে বক্তারা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন, যার মধ্যে রয়েছে:
দ্রুত সময়ের মধ্যে পদোন্নতি কার্যকর করা।
শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে বৈষম্য দূর করা।
১৯৮৫ ও ২০২০ সালের নিয়োগবিধি বাতিল করা।
শ্রমিকরা জানান, যদি নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হয়, তবে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রশাসনের কর্মকর্তা পরিচয়ে আসামিকে গ্রেফতারে বাধা ঃআওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গ্রেপ্তার 

সৈয়দপুর রেলওয়ে কারখানায় পদোন্নতির দাবিতে শ্রমিকদের মানববন্ধন

আপডেট সময় ০৭:২১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রতিনিধি: মো. খালেকুল ইসলাম, সৈয়দপুর, নীলফামারী
দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত থাকার প্রতিবাদে সৈয়দপুর রেলওয়ে কারখানার যান্ত্রিক বিভাগের শ্রমিক-কর্মচারীরা মানববন্ধন করেছেন। তাদের দাবি, যথাসময়ে পদোন্নতি না হওয়ায় তারা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কারখানার প্রধান গেটের সামনে এই কর্মসূচি পালন করা হয়। শ্রমিকদের অভিযোগ নিয়ম অনুযায়ী তিন বছর অন্তর পদোন্নতি হওয়ার কথা থাকলেও, গত ১০ বছরে তা কার্যকর হয়নি। অথচ উচ্চপদস্থ কর্মকর্তারা নিয়মিত পদোন্নতি পাচ্ছেন। শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণ করা হচ্ছে না, বরং নিম্নপদস্থ কর্মচারীদের দিয়ে বাড়তি দায়িত্ব পালন করানো হচ্ছে।
শ্রমিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে কিছু পদে পদোন্নতি দেওয়া হলেও, অনেক বিভাগ এখনও অবহেলিত। বিশেষ করে ব্ল্যাক স্মিথি, ক্রেন ড্রাইভার, প্যাটার্ন মেকার, উড মেকার, টিন স্মিথি, ফার্নিস ম্যান ও কোর মেকার পদে কর্মরত শ্রমিকরা একেবারেই উপেক্ষিত রয়েছেন।কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে পদোন্নতি বাস্তবায়ন এবং শূন্যপদ পূরণের দাবি জানান। এর আগে, ১৩ ফেব্রুয়ারি, শ্রমিকদের পক্ষ থেকে বিভাগীয় তত্ত্বাবধায়কের (ডিএস) মাধ্যমে রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। তবে দাবি পূরণ না হলে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সমাধান না হলে পর্যায়ক্রমে কর্মবিরতি কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
১ মার্চ: সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি
২ মার্চ: সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি
৩ মার্চ: পূর্ণদিবস কর্মবিরতি
অন্য দাবিসমূহ মানববন্ধনে বক্তারা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন, যার মধ্যে রয়েছে:
দ্রুত সময়ের মধ্যে পদোন্নতি কার্যকর করা।
শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে বৈষম্য দূর করা।
১৯৮৫ ও ২০২০ সালের নিয়োগবিধি বাতিল করা।
শ্রমিকরা জানান, যদি নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হয়, তবে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন।