
মোঃ রুহুল আমিন সিলেট জেলা প্রতিনিধিঃ
অন্তবর্তীকালীন সরকারের নির্দেশে সারা দেশের ন্যায় সিলেটে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সিলেট এর বিভিন্ন থানাধীন জায়গা থেকে আর ও ৬ জন কে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানানো হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ – কমিশনার মোঃ সাইফুল ইসলাম।
সিলেটে যৌথ বাহিনীর অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার কৃতরা হলেন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন সোরুকেল গ্রামের আবুল হোসেন এর ছেলে ইন্তাপুর কলেজ ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ (৩১),কোতোয়ালী থানাধীন নগরীর বাগবাড়ি এলাকার মৃত মোহাম্মদ জুয়েল আহমেদের ছেলে ছাত্রলীগ কর্মী মোঃ সোহাগ (২৮),সিলেট নগরের শাহ পরান (রহঃ) থানাধীন ধনকান্দি এলাকার মৃত সুশীল বিশ্বাসের ছেলে সিলেট জেলার ছাত্রলীগ কমিটির সদস্য ইন্দ্রজিৎ বিশ্বাস (২৮), সিলেট এয়ারপোর্ট থানাধীন হাউজিং স্টেট আবাসিক এলাকার আব্দুল লতিফ এর ছেলে ছাত্রলীগ কর্মী জুয়েল আহমদ (২৬) এবং একই থানাধীন লাখাউড়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে ৩ নং খাদিম নগর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী বাদশা মিয়া (৫০) কে গ্রেফতার করা হয়। এবং দক্ষিণ সুরমা থানাধীন লাউয়াই পর্বতপুর এলাকার মৃত মৌলা মিয়ার ছেলে ২৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সেক্রেটারি মোঃ খলিলুর রহমান (৫৪) মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ – কমিশনার মোঃ সাইফুল ইসলাম ।