
জেলা প্রতিনিধি,খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলায় জামায়াতে ইসলামী নেতা এটিএম আজাহারুল ইসলাম এর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। ১৮ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০ঘটিকায় শহরের চেঙ্গী স্কোয়ার থেকে মিছিলটি শুরু হয়ে শাপলা চত্বর মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, এ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, জামায়াতে ইসলামী জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, সেক্রেটারী মিনহাজুল রহমান ও খাগড়াছড়ি সদর উপজেলার আমির মোঃ ইলিয়াস সহ প্রমূখ। বক্তারা বলেন, স্বৈরাচারী খুনি হাসিনা তাদের ৫ নেতাকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। অনেক নেতাকর্মী গুম হয়েছে, বিনাদোষে কারাবরণ করেছে হাজারো নেতাকর্মী। এই সকল অন্যায়ের বিচার বর্তমান সরকারকে করতে হবে এবং অবিলম্বে এটিএম আজাহারুল ইসলামের মুক্তি দাবি জাননো হয়।