ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 49;

ফাহিম ফরহাদ, গাজীপুরঃ
ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে গাজীপুরে।  সোমবার (১৭ফেব্রুয়ারি) বিকেল সারে ৩ টায় মহানগরীর চান্দনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে জমকালো আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। ছাত্রঅধিকার পরিষদ মহানগরীর সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে, মহানগর সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান জাহিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথীর বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ গাজীপুর জেলা আহ্বায়ক পাঠান আজহার। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন, গাজীপুর জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি সোলায়মান ইসলাম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদ গাজীপুর মহানগর সভাপতি মোবারক সরকার ও সাধারণ সম্পাদক মমিন আকন্দ, মহানগর গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি শিপন হাওলাদার প্রমূখ। উপস্থিত ছিলেন, শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুল ইসলাম, জেলা শ্রমিক অদিকার পরিষদের আহ্বায়ক জাকির হোসেন রবিন, গণ অধিকার পরিষদের নারি বিষয়ক সম্পাদক জেমি, নারী নেত্রী কামরুন্নাহার মঞ্জু, তৌহিদা আলম রিংকিসহ আরো অনেকেই। বক্তব্যে বক্তারা আ’লীগের রাজনিতী নিষিদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। বক্তারা সকলে বলেন বর্তমান সরকার আ’লীগের রাজনিতী নিষদ্ধ ঘোষণা না করলে অচিরেই তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেঁরাও করবেন।
এর আগে কেক কেঁটে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন উপস্থিত সকলে। পরে চান্দনা চৌরাস্তা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রশাসনের কর্মকর্তা পরিচয়ে আসামিকে গ্রেফতারে বাধা ঃআওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গ্রেপ্তার 

গাজীপুরে ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ১২:২২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
ফাহিম ফরহাদ, গাজীপুরঃ
ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে গাজীপুরে।  সোমবার (১৭ফেব্রুয়ারি) বিকেল সারে ৩ টায় মহানগরীর চান্দনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে জমকালো আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। ছাত্রঅধিকার পরিষদ মহানগরীর সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে, মহানগর সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান জাহিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথীর বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ গাজীপুর জেলা আহ্বায়ক পাঠান আজহার। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন, গাজীপুর জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি সোলায়মান ইসলাম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদ গাজীপুর মহানগর সভাপতি মোবারক সরকার ও সাধারণ সম্পাদক মমিন আকন্দ, মহানগর গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি শিপন হাওলাদার প্রমূখ। উপস্থিত ছিলেন, শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুল ইসলাম, জেলা শ্রমিক অদিকার পরিষদের আহ্বায়ক জাকির হোসেন রবিন, গণ অধিকার পরিষদের নারি বিষয়ক সম্পাদক জেমি, নারী নেত্রী কামরুন্নাহার মঞ্জু, তৌহিদা আলম রিংকিসহ আরো অনেকেই। বক্তব্যে বক্তারা আ’লীগের রাজনিতী নিষিদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। বক্তারা সকলে বলেন বর্তমান সরকার আ’লীগের রাজনিতী নিষদ্ধ ঘোষণা না করলে অচিরেই তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেঁরাও করবেন।
এর আগে কেক কেঁটে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন উপস্থিত সকলে। পরে চান্দনা চৌরাস্তা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।