
সিলেট মহানগর প্রতিনিধি, মুন্নি খানম:
সিলেটের মেধাবী সাংবাদিক ও আইনজীবী এডভোকেট মুহাম্মদ তাজ উদ্দিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা নিযুক্ত হয়েছেন। গত ১২ ফেব্রুয়ারী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে এ পদে নিয়োগ প্রদান করেছেন। সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য মোহাম্মদ তাজ উদ্দিন করোনা মহামারীকালে দেশে প্রথম বারের মত ভার্চুয়াল কোর্ট চালু হলে দেশের প্রথম আইনজীবী হিসেবে ভার্চুয়াল কোর্টে শুনানী পরিচালনা করেন। এ সময় তিনি দেশব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেন। এছাড়াও তিনি তার এক যুগেরও বেশী সময়ের ক্যারিয়ারে অনেকগুলো চাঞ্চল্যকর মামলাও পরিচালনা করেছেন।
মোহাম্মদ তাজ উদ্দিন সাংবাদিক হিসেবেও সমধিক পরিচিত। ২০০০ সাল থেকে তিনি সাংবাদিকতায় সম্পৃক্ত। কাজ করেছেন একাধিক স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে। তিনি সিলেট প্রেসক্লাব কার্যকরী কমিটির নির্বাচিত সদস্য, বিদেশী গণমাধ্যম কর্মীদের সংগঠন ওভারসিজ করেসপন্ডেন্ট এসোসিয়েশন, সিলেট (ওকাস)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন। যে কোন প্রয়োজনে তার সাথে চেম্বার: ওয়াহিদ মনজিল, মোমিনখলা, সিলেট অথবা ০১৭১১-৪৪৫০৫৬ নাম্বারে যোগাযোগ করা যাবে।