
বইছে তাপদাহ, বৃষ্টিহীন তীব্র রোদে ভোগান্তি বেড়েছে সব শ্রেণীর পেশার মানুষের। পদ্মার বিস্তীর্ণ বালুচর পড়ার পাশাপাশি , বৃষ্টি না হওয়ার ফলে রাজশাহী উষ্ণতা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন গবেষকরা তাদের সংখ্যা কয়েক দিনের মধ্যে বৃষ্টি না হলে সামনে তাপমাত্রা আরও বাড়বে। এপ্রিলের শুরু থেকে বাড়ছে রাজশাহীর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস এর আশপাশে তাপমাত্রা বিরাজ করছে। এর মধ্যে একবার ৪১ ডিগ্রি তাপমাত্রা অতিক্রম করেছে। উষ্ণ আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। এরপরও জীবিকার তাগিদে তীব্র গরম উপেক্ষা করে এলাকাবাসীর বাইরে বের হতে হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে হালকা ও ভারী বৃষ্টি হলোও খরাপ্রবণ রাজশাহীতে তার দেখা নেই।
গত ৪ এপ্রিল সামান্য বৃষ্টি হয়েছে কিন্তু তাতে তাপমাত্রায় কোন প্রভাব পড়েনি রাজশাহীতে। দেশে যেখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ২৫০০ মিলিমিটার, সেখানে রাজশাহীতে এ হার অর্ধেকেরও কম ১২০০ মিলিমিটার।
বিশেষজ্ঞরা বলেন এ সময় প্রায়
সাবধানতা অবলম্বন ও বাসি খাবার পরিহার করতে হবে। আপনি রাস্তায় হাঁটতেছেন আপনার শরীর ঝিমঝিম করছে আপনি ছায়া জায়গাতে গিয়ে একটু বসে পড়ুন। তার চেয়ে বেশি শরীর খারাপ করলে আপনি নিকটস্থ কোনো স্বাস্থ্যকেন্দ্র গিয়ে পরামর্শ নিন।