
মোঃ ফায়েল খান সন্দ্বীপ, চট্টগ্রাম:
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (BIWTA) কর্তৃক আয়োজিত সন্দ্বীপের নৌঘাট উন্মুক্তকরণ অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পর সন্দ্বীপে অনুষ্ঠিত এই বৃহৎ সরকারি আয়োজন স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। বর্তমানে সন্দ্বীপে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই, এবং এটি বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। তবুও, এত বড় একটি সরকারি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের ভূয়সী প্রশংসা পাওয়া উচিত বলে মনে করছেন স্থানীয়রা।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর ঠাকুর এবং উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শিকদার।সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মতে, সন্দ্বীপের নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই নৌঘাট উন্মুক্তকরণ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। রাজনৈতিক বিভেদ ভুলে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রমে সকলের অংশগ্রহণ ভবিষ্যতে সন্দ্বীপের উন্নয়নের পথ সুগম করবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।