ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে দু’র্ধ’র্ষ চু’রি : পুলিশের তৎপরতায় গ্রেফতার ১

মোঃ রুহুল আমিন সিলেট জেলা প্রতিনিধিঃ
জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল বাড়ির তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৬ লাখ ৬৩ হাজার টাকার সম্পদ চুরি করে নিয়ে যায়। তবে চুরির ঘটনার ১৫ ঘণ্টার মধ্যেই জকিগঞ্জ থানা পুলিশ অভিযানে নেমে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আনন্দপুর গ্রামের মৃত তবারক আলীর ছেলে মোরশেদ আলম (২৪)।ভুক্তভোগী গৃহিণী নাছিমা বেগম জানান, তার স্বামী আব্দুল কুদ্দুস কাতার প্রবাসী এবং একমাত্র সন্তান সিলেটে থেকে পড়াশোনা করছেন। ঘটনার দিন তিনি সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামের চাচা শ্বশুরের বাড়িতে শিরনী অনুষ্ঠানে যান।
গত শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বাড়ি ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং জানতে পারেন যে গতরাতে সিলেট-জকিগঞ্জ রোডের কামালগঞ্জ কাড়ারপুল এলাকায় কিছু চোরাই মালামাল জব্দ করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় মসজিদে মাইকিংও করা হয়। পরবর্তীতে ইউপি সদস্য শিহাব উদ্দিনের মাধ্যমে জকিগঞ্জ থানা পুলিশ মালামাল উদ্ধার করে নাছিমা বেগমের কাছে হস্তান্তর করেন। নাছিমা বেগম পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি চাই চুরি হওয়া সকল মালামাল উদ্ধার হোক এবং চোর চক্রের সবাইকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক।” এই ঘটনার পর অর্ধশতাধিক ভুক্তভোগী পরিবার ও শরিফগঞ্জ বাজারের ব্যবসায়ীরা পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন।
তারা চুরির ঘটনায় জড়িত বাকি অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “চুরির ঘটনায় জড়িত সন্দেহে মোরশেদ আলমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া, বাকি চোরদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”পুলিশের এমন তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। বাকি আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রশাসনের কর্মকর্তা পরিচয়ে আসামিকে গ্রেফতারে বাধা ঃআওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গ্রেপ্তার 

জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে দু’র্ধ’র্ষ চু’রি : পুলিশের তৎপরতায় গ্রেফতার ১

আপডেট সময় ০৪:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
মোঃ রুহুল আমিন সিলেট জেলা প্রতিনিধিঃ
জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল বাড়ির তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৬ লাখ ৬৩ হাজার টাকার সম্পদ চুরি করে নিয়ে যায়। তবে চুরির ঘটনার ১৫ ঘণ্টার মধ্যেই জকিগঞ্জ থানা পুলিশ অভিযানে নেমে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আনন্দপুর গ্রামের মৃত তবারক আলীর ছেলে মোরশেদ আলম (২৪)।ভুক্তভোগী গৃহিণী নাছিমা বেগম জানান, তার স্বামী আব্দুল কুদ্দুস কাতার প্রবাসী এবং একমাত্র সন্তান সিলেটে থেকে পড়াশোনা করছেন। ঘটনার দিন তিনি সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামের চাচা শ্বশুরের বাড়িতে শিরনী অনুষ্ঠানে যান।
গত শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বাড়ি ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং জানতে পারেন যে গতরাতে সিলেট-জকিগঞ্জ রোডের কামালগঞ্জ কাড়ারপুল এলাকায় কিছু চোরাই মালামাল জব্দ করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় মসজিদে মাইকিংও করা হয়। পরবর্তীতে ইউপি সদস্য শিহাব উদ্দিনের মাধ্যমে জকিগঞ্জ থানা পুলিশ মালামাল উদ্ধার করে নাছিমা বেগমের কাছে হস্তান্তর করেন। নাছিমা বেগম পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি চাই চুরি হওয়া সকল মালামাল উদ্ধার হোক এবং চোর চক্রের সবাইকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক।” এই ঘটনার পর অর্ধশতাধিক ভুক্তভোগী পরিবার ও শরিফগঞ্জ বাজারের ব্যবসায়ীরা পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন।
তারা চুরির ঘটনায় জড়িত বাকি অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “চুরির ঘটনায় জড়িত সন্দেহে মোরশেদ আলমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া, বাকি চোরদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”পুলিশের এমন তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। বাকি আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।