ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে অ’বৈধভাবে ইউপি রাস্তার গাছ কর্তন করলেন আওয়ামিলীগ নেতা কামাল থানায় মামলা দায়ের

রাসেল মাহামুদ পলাশবাড়ী প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ঢোলভাঙ্গা ঝিলবান্ধার মোড় থেকে নান্দিশহর ও রায়তি নড়াইল গ্রামের ইউপি রাস্তার গাছ নিলাম ছাড়াই অবৈধভাবে কর্তন করায় প্রভাবশালী কাঠ ব্যবসায়ী ও ঠিকাদার আওয়ামীলীগ নেতা কামাল সরকার সহ ৩ জনকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- ০২/২০২৫ জি-আর ২৬/২৫

উল্লেখ্য, উপজেলার বেতকাপা ইউনিয়নের ঢোলভাঙ্গা ঝিলবান্ধা মোড় হতে নান্দিশহর ও রায়তি নড়াইল গ্রামে ইউপি রাস্তায় প্রায় ১৪-১৫ বছর পূর্বে স্থানীয় লোকজন ও তৎকালীন ইউপি চেয়ারম্যান রাস্তার দুই ধারে কয়েক হাজার ইউক্লিপটার্স কাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। উক্ত গাছ গুলো বড় হওয়ায় স্থানীয় প্রভাবশালী কাঠ ব্যবসায়ী ও ঠিকাদার কামাল সরকার প্রায়ই রাতে-ভোর প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রায় ২ শতাধিক গাছ চুরি করে কেটে নিয়ে যায়।

এমতাবস্থা চলাকালে গত ৩১ জানুয়ারী ভোর রাতেও উক্ত কামাল সরকার ও তার সাঙ্গপাঙ্গোরা ঝিলবান্ধা মোড় হতে নান্দিশহর রাস্তার প্রায় ৫০টি ইউক্লিপ্টার্স গাছ কোন কাগজপত্র ছাড়াই অবৈধভাবে কর্তন করে নিয়ে যায়। যার মূল্য অনুমান ২০ লক্ষ টাকা হবে। এ ব্যাপারে সাংবাদিক পাপুল সরকার বাদী হয়ে ২ ফেব্রুয়ারী রায়তি নড়াইল গ্রামের কাদের সরকারের ছেলে কামাল সরকার, একই গ্রামের কাফী সরকারের ছেলে আরিফ সরকার ও পার আমলাগাছী গ্রামের কদ্দুস আকন্দের ছেলে পাপুল আকন্দকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

প্রশাসনের কর্মকর্তা পরিচয়ে আসামিকে গ্রেফতারে বাধা ঃআওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গ্রেপ্তার 

পলাশবাড়ীতে অ’বৈধভাবে ইউপি রাস্তার গাছ কর্তন করলেন আওয়ামিলীগ নেতা কামাল থানায় মামলা দায়ের

আপডেট সময় ০৪:৫৯:০১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

রাসেল মাহামুদ পলাশবাড়ী প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ঢোলভাঙ্গা ঝিলবান্ধার মোড় থেকে নান্দিশহর ও রায়তি নড়াইল গ্রামের ইউপি রাস্তার গাছ নিলাম ছাড়াই অবৈধভাবে কর্তন করায় প্রভাবশালী কাঠ ব্যবসায়ী ও ঠিকাদার আওয়ামীলীগ নেতা কামাল সরকার সহ ৩ জনকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- ০২/২০২৫ জি-আর ২৬/২৫

উল্লেখ্য, উপজেলার বেতকাপা ইউনিয়নের ঢোলভাঙ্গা ঝিলবান্ধা মোড় হতে নান্দিশহর ও রায়তি নড়াইল গ্রামে ইউপি রাস্তায় প্রায় ১৪-১৫ বছর পূর্বে স্থানীয় লোকজন ও তৎকালীন ইউপি চেয়ারম্যান রাস্তার দুই ধারে কয়েক হাজার ইউক্লিপটার্স কাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। উক্ত গাছ গুলো বড় হওয়ায় স্থানীয় প্রভাবশালী কাঠ ব্যবসায়ী ও ঠিকাদার কামাল সরকার প্রায়ই রাতে-ভোর প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রায় ২ শতাধিক গাছ চুরি করে কেটে নিয়ে যায়।

এমতাবস্থা চলাকালে গত ৩১ জানুয়ারী ভোর রাতেও উক্ত কামাল সরকার ও তার সাঙ্গপাঙ্গোরা ঝিলবান্ধা মোড় হতে নান্দিশহর রাস্তার প্রায় ৫০টি ইউক্লিপ্টার্স গাছ কোন কাগজপত্র ছাড়াই অবৈধভাবে কর্তন করে নিয়ে যায়। যার মূল্য অনুমান ২০ লক্ষ টাকা হবে। এ ব্যাপারে সাংবাদিক পাপুল সরকার বাদী হয়ে ২ ফেব্রুয়ারী রায়তি নড়াইল গ্রামের কাদের সরকারের ছেলে কামাল সরকার, একই গ্রামের কাফী সরকারের ছেলে আরিফ সরকার ও পার আমলাগাছী গ্রামের কদ্দুস আকন্দের ছেলে পাপুল আকন্দকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।