ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীপুরে গ্রেপ্তার হওয়া আসামি ছিনিয়ে নিলেন সন্ত্রাসীরা 

স্টাফ রিপোর্টারঃ

শ্রীপুরে গ্রেফতার করা আসামী ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বেতজুরী গ্রামে। একটি সিআর মামলার গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামীকে গ্রেফতার করে পুলিশ। গাড়িতে তুলার সময় আসামীর স্বজনরা পুলিশের উপর সন্ত্রাসী হামলা চালায়। হামলা কারীরা গ্রেফতার আসামী মনিকাকে(৩০) ছিনিয়ে নেয়। হামলায় শ্রীপুর থানার নারী কনস্টেবল রুবিয়া খাতুন,গাজীপুর সদরের বাঘের বাজার গ্রামের মনিরা বেগম(৩৫), উপজেলার বেতজুরী গ্রামের হোসনে আরা বেগম(৬০), মীম(২০), অজ্ঞাত সিএনজি চালক(৪০) আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুত্বর আহত হোসনেআরাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়।

মামলার বাদী মনিরা বেগম জানান, বেতজুরী গ্রামের মনিকা ও তার স্বামী দেলোয়ারের  বিরুদ্ধে আদালতে সিআর মামলা করি। ওই মামলার প্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মনিকা। শনিবার দুপুরে আসামী মনিকা বাড়িতে আছে। এমন সংবাদ পেয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক(এএসআই) মো. মিজানুর রহমান ও সাথে দু’জন কনস্টেবল নিয়ে আসামীর বাড়িতে অভিযান চালান। মনিকাকে গ্রেফতার করে সিএনজিতে তুলছিলো পুলিশ।

এসময় মনিকার স্বামী দেলোয়ার, ভাই সাইদ,আনোয়ার সহ অন্তত্য ৮থেকে ১০জন সন্ত্রাসী পুলিশের উপর হামলা চালায়। হামলা কারীর এলোপাথারী পিটিয়ে আমাকে সহ পাঁচ জনকে আহত করে। ভাংচুর করে পুলিশের সিএনজি। ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা অসামী মনিকাকে ছিনিয়ে নিয়ে যায়।

শ্রীপুর থানার উপসহকারী পরিদর্শক(এএসআই)মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারি  পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মনিকাকে গ্রেফতার করতে ওই বাড়িতে অভিযান চালাই। আসামী মনিকাকে গ্রেফতার করে সিএনজিতে তুলার সময় আসামীর স্বামী দেলোয়ার ও ভাই সাইদ ধরধর ডাকাত বলে ডাকদেয়। এ সময় সকল হামলাকারীরা আমাদের উপর লাঠি সোটা নিয়ে হামলা চালায়।কনস্টেবল  রুবিয়াকে ধাক্কামেরে আসামী মনিকাকে ছিনিয়ে নেয়। আমরা কোনভাবে প্রানে বেঁচে ফিরি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নাছরিন জাহান জানান, দুপুর দুইটার দিকে আহতদের হাসপাতালে আনা হয়। গুরুত্বর আহত হোসনেআরাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । শ্রীপুর থানার পরিদর্শক মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, হামলা করে আসামী ছিন্তাইয়ের খরব পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইন গতব্যবস্থা নেয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

প্রশাসনের কর্মকর্তা পরিচয়ে আসামিকে গ্রেফতারে বাধা ঃআওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গ্রেপ্তার 

শ্রীপুরে গ্রেপ্তার হওয়া আসামি ছিনিয়ে নিলেন সন্ত্রাসীরা 

আপডেট সময় ০৬:২১:২৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

শ্রীপুরে গ্রেফতার করা আসামী ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বেতজুরী গ্রামে। একটি সিআর মামলার গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামীকে গ্রেফতার করে পুলিশ। গাড়িতে তুলার সময় আসামীর স্বজনরা পুলিশের উপর সন্ত্রাসী হামলা চালায়। হামলা কারীরা গ্রেফতার আসামী মনিকাকে(৩০) ছিনিয়ে নেয়। হামলায় শ্রীপুর থানার নারী কনস্টেবল রুবিয়া খাতুন,গাজীপুর সদরের বাঘের বাজার গ্রামের মনিরা বেগম(৩৫), উপজেলার বেতজুরী গ্রামের হোসনে আরা বেগম(৬০), মীম(২০), অজ্ঞাত সিএনজি চালক(৪০) আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুত্বর আহত হোসনেআরাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়।

মামলার বাদী মনিরা বেগম জানান, বেতজুরী গ্রামের মনিকা ও তার স্বামী দেলোয়ারের  বিরুদ্ধে আদালতে সিআর মামলা করি। ওই মামলার প্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মনিকা। শনিবার দুপুরে আসামী মনিকা বাড়িতে আছে। এমন সংবাদ পেয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক(এএসআই) মো. মিজানুর রহমান ও সাথে দু’জন কনস্টেবল নিয়ে আসামীর বাড়িতে অভিযান চালান। মনিকাকে গ্রেফতার করে সিএনজিতে তুলছিলো পুলিশ।

এসময় মনিকার স্বামী দেলোয়ার, ভাই সাইদ,আনোয়ার সহ অন্তত্য ৮থেকে ১০জন সন্ত্রাসী পুলিশের উপর হামলা চালায়। হামলা কারীর এলোপাথারী পিটিয়ে আমাকে সহ পাঁচ জনকে আহত করে। ভাংচুর করে পুলিশের সিএনজি। ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা অসামী মনিকাকে ছিনিয়ে নিয়ে যায়।

শ্রীপুর থানার উপসহকারী পরিদর্শক(এএসআই)মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারি  পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মনিকাকে গ্রেফতার করতে ওই বাড়িতে অভিযান চালাই। আসামী মনিকাকে গ্রেফতার করে সিএনজিতে তুলার সময় আসামীর স্বামী দেলোয়ার ও ভাই সাইদ ধরধর ডাকাত বলে ডাকদেয়। এ সময় সকল হামলাকারীরা আমাদের উপর লাঠি সোটা নিয়ে হামলা চালায়।কনস্টেবল  রুবিয়াকে ধাক্কামেরে আসামী মনিকাকে ছিনিয়ে নেয়। আমরা কোনভাবে প্রানে বেঁচে ফিরি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নাছরিন জাহান জানান, দুপুর দুইটার দিকে আহতদের হাসপাতালে আনা হয়। গুরুত্বর আহত হোসনেআরাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । শ্রীপুর থানার পরিদর্শক মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, হামলা করে আসামী ছিন্তাইয়ের খরব পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইন গতব্যবস্থা নেয়া হচ্ছে।