
গাজীপুর মহানগর প্রতিনিধি
গাজীপুরের সর্ব বৃহৎ কারিগরি ও আইসিটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই-সেবা কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রের আয়োজনে ও গাছা প্রেস ক্লাব,গাজীপুর মহানগরীর সার্বিক তত্ত্বাবধানে “ই-সেবা ফুটবল ম্যাচ-২০২৫ “এর আসর স্থানীয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত খেলায় টরমেন্টা স্পোটিং ক্লাব গাজীপুর ৪-৩ গোল এনআরবিসি ব্যাংক বোর্ড বাজার শাখা কে পরাজিত করে। খেলার প্রথমার্ধে দিকে এনআরবিসি দলটি প্রতি পক্ষের উপর প্রাধান্য বিস্তার করতে পারলেও শেষার্ধে টরমেন্টাএক ছন্দময় খেলায় ৪-৩ গোলে এগিয়ে বিজয় নিশ্চিত করে।
শুক্রবার, ২৪ জানুয়ারি গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় বঙ্গবন্ধু কলেজ মাঠে কয়েক হাজার দর্শকদের উপস্থিতিতে অন্যান্য অতিথি ও শিশুদের সাথে নিয়ে ম্যাচটির শুভ উদ্বোধন ঘোষণা করেন গাছা থানার অফিসার ইনচার্জ জনাব আলী মোহাম্মদ রাশেদ। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা উত্তর জোনের প্রধান মোঃ শহিদুল ইসলাম।
উক্ত খেলায় যুব সংগঠক, ই-সেবার উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইকবাল হোসাইন এর সভাপতিত্বে, আরিফ মৃধা ও টিটু কান্তি কর এর যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির বোর্ড বাজার শাখার ব্যবস্থাপক মোঃ গাউছ আহাম্মেদ, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ডিজিএম সিদ্দিকুর রহমান, বিএনপি নেতা আসাদুজ্জামান, ইঞ্জি ইদ্রিস খান, গাছা প্রেস ক্লাবের সভাপতি আমীর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, আয়কর উপদেষ্টা সজীব মাহমুদ ও ফরিদুল ইসলাম ফরিদ, বিসমিল্লাহ জ্যাকর্ড পয়েন্ট এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদ উদ্দিন, প্রবাসী ব্যবসায়ী নজরুল ইসলাম, যুব সংগঠক রাসেল সরকার,গাছা ক্লাবের নির্বাহী কমিটি ও সকল সদস্য সহ খেলা প্রেমী সুশীল সমাজের নেতৃ স্থানীয় ব্যক্তি বর্গ। খেলায় আগত অতিথিদের সম্মান স্বারক প্রধান এবং সকল খেলোয়াড়দের পুরস্কারে ভূষিত করা হয়