ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রামগঞ্জে স্মার্ট গ্রুপের উদ্যোগে আড়াই হাজার শিশুর বিনামূল্যে সুন্নতে খতনা কার্যক্রম শুরু

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্মার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এবং তুরস্কের ইন্টারন্যাশনাল ফ্রাটার্নিটি অ্যাসোসিয়েশন (ইফা)-এর সহযোগিতায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিনা রক্তপাত ও ব্যথামুক্ত পদ্ধতিতে আড়াই হাজার শিশুর বিনামূল্যে সুন্নতে খতনা কার্যক্রম আজ শুরু হয়েছে। রামগঞ্জ পৌরসভার নরিমপুর এলাকার স্মার্ট একাডেমিতে ৪ দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও স্মার্ট একাডেমির চেয়ারম্যান এ কার্যক্রমের উদ্বোধন করেন। ক্যাম্পে অংশ নেওয়া তুরস্কের হিসার ইন্টারকন্টিনেন্টাল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার সুন্নতে খতনার কাজ শুরু করেন। রামগঞ্জ ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মোঃ ফারুক হোসেন বলেন, “বিনা রক্তপাত ও ব্যথামুক্ত এই কার্যক্রম মানবসেবার এক অনন্য উদাহরণ। তুরস্কের চিকিৎসক দলের আগমনে আমরা বৈশ্বিক সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছি।” গত কয়েক বছর থেকে স্মার্ট গ্রুপের এমন মানবিক কার্যক্রমে উপকৃত রামগঞ্জসহ পাশ্ববর্তী উপজেলার আড়াই হাজার শিশু।
ফ্রান্স প্রবাসী সাইফুল ইসলাম ভূইয়া জানান, আমি প্রবাসে থেকে তাদের কার্যক্রম বিভিন্ন মাধ্যমে জানতে পারি। আজ স্ব-শরীরে দেখতে এসেছি, আমি হতবাক হয়েছি। শত শত মানুষের পদচারনায় মুখরিত স্মার্ট একাডেমি প্রাঙ্গণ। এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। স্মার্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, “এটি আমাদের ষষ্ঠ আয়োজন।। প্রতিবারই আমরা বিপুল সাড়া পেয়ে আসছি। এবারও ৪ দিনে ২,৫০০ শিশুকে বিনামূল্যে সুন্নতে খতনার সেবা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।” আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে সুন্নতে খতনা কার্যক্রম। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং জনকল্যাণমূলক কার্যক্রমে অনুপ্রেরণা জোগায়।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

খুলনা তেরখাদায় ইসমাইল ও রবিউলের জোড়া খুনের আসামি কালু বাহিনীর আতঙ্কে মামলার বাদী ও ভুক্তভোগীর পরিবার

রামগঞ্জে স্মার্ট গ্রুপের উদ্যোগে আড়াই হাজার শিশুর বিনামূল্যে সুন্নতে খতনা কার্যক্রম শুরু

আপডেট সময় ০৮:১৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
লক্ষ্মীপুরের রামগঞ্জে স্মার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এবং তুরস্কের ইন্টারন্যাশনাল ফ্রাটার্নিটি অ্যাসোসিয়েশন (ইফা)-এর সহযোগিতায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিনা রক্তপাত ও ব্যথামুক্ত পদ্ধতিতে আড়াই হাজার শিশুর বিনামূল্যে সুন্নতে খতনা কার্যক্রম আজ শুরু হয়েছে। রামগঞ্জ পৌরসভার নরিমপুর এলাকার স্মার্ট একাডেমিতে ৪ দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও স্মার্ট একাডেমির চেয়ারম্যান এ কার্যক্রমের উদ্বোধন করেন। ক্যাম্পে অংশ নেওয়া তুরস্কের হিসার ইন্টারকন্টিনেন্টাল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার সুন্নতে খতনার কাজ শুরু করেন। রামগঞ্জ ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মোঃ ফারুক হোসেন বলেন, “বিনা রক্তপাত ও ব্যথামুক্ত এই কার্যক্রম মানবসেবার এক অনন্য উদাহরণ। তুরস্কের চিকিৎসক দলের আগমনে আমরা বৈশ্বিক সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছি।” গত কয়েক বছর থেকে স্মার্ট গ্রুপের এমন মানবিক কার্যক্রমে উপকৃত রামগঞ্জসহ পাশ্ববর্তী উপজেলার আড়াই হাজার শিশু।
ফ্রান্স প্রবাসী সাইফুল ইসলাম ভূইয়া জানান, আমি প্রবাসে থেকে তাদের কার্যক্রম বিভিন্ন মাধ্যমে জানতে পারি। আজ স্ব-শরীরে দেখতে এসেছি, আমি হতবাক হয়েছি। শত শত মানুষের পদচারনায় মুখরিত স্মার্ট একাডেমি প্রাঙ্গণ। এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। স্মার্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, “এটি আমাদের ষষ্ঠ আয়োজন।। প্রতিবারই আমরা বিপুল সাড়া পেয়ে আসছি। এবারও ৪ দিনে ২,৫০০ শিশুকে বিনামূল্যে সুন্নতে খতনার সেবা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।” আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে সুন্নতে খতনা কার্যক্রম। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং জনকল্যাণমূলক কার্যক্রমে অনুপ্রেরণা জোগায়।