
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা গোড়াই শিল্পাঞ্চল এলাকা হাটুভাঙ্গা রোড ফ্লাইওভার ব্রিজ এর উপরে গত ২৩/০১/২০২৫ তারিখে ভোর ছয়টায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহ নিহত হয়েছে। জানা যায় নিহত ব্যক্তি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের কলিমাজানি গ্রামের বাসিন্দা। নিহব ব্যক্তির নাম নুরমোহাম্মদ , পিতা সিরাজুল ইসলাম গ্রাম কলিমাজানি তাহার স্ত্রী কালিয়াকৈর স্কয়ারফার্মাসিটিক্যাল কোম্পানিতে চাকরি করে আসছিল। তার স্ত্রীকে ভোরবেলা মোটরসাইকেল যুগে কোম্পানির গেটের সামনে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে গোড়াই ওভার ব্রিজের উপরে উঠলে দ্রুতগামী নাইট কোচ বাস তাকে পিছন থেকে ধাক্কা দিলে তিনি পড়ে যান এরপর পিছন থেকে দ্রুতগামী আরো একটি বাসের চাকা তার মাথার উপর দিয়ে যায় এবং তার মাথার মগজ বের হয়ে যায় এবং ঘটনাস্থলে তিনি নিহত হয়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ এবং মির্জাপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারি দল দ্রুত ঘটনা স্থলে পৌঁছায় এবং মৃত দেহ ও মোটরসাইকেল হাইওয়ে থানায় নিয়ে যায়। বাসটি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।