
বগুড়ার আলোচিত সন্ত্রাসী, শাহজাহানপুর থানার মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শাজাহানপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ নুরুজ্জামানকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে বগুড়া সদরের একটি হত্যা মামলায় আদলতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছে বগুড়া জেলা পুলিশ। এরআগে গতকাল বুধবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার করা হয়।
২০২৪ সালের ৬ এপ্রিল বগুড়ার শাজাহানপুর থানায় আসামি ছিনতাই করতে গিয়ে ৩৬ মোটরসাইকেল ও দলবলসহ থানায় হামলা ও ভাংচুর করেছিল। ঐ সময় অস্ত্রসহ গ্রেপ্তার হলেও পরবর্তীতে জামিন নিয়ে আত্মগোপনে চলে যায়। দ্বিতীয় দফায় তাকে গ্রেপ্তারের পর বগুড়ার মানুষ তার বিচার দাবি করেছে।
বৃহস্পতিবার জানা যায়, বগুড়ার শাজাহানপুর উপজেলার আনাচে-কানাচে বিভিন্ন নামে গড়ে উঠেছে কিশোর গ্যাংয়ের অর্ধশতাধিক ক্লাব। ক্লাবগুলোর তিন সহস্রাধিক সদস্যের মধ্যে বেশির ভাগই স্কুল-কলেজের কিশোর। তাদের মাধ্যমে পরিচালিত হতো মাদক ব্যবসা, দাদন ব্যবসা, জমি দখল, ইট বালু মাটি সিন্ডিকেটসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল।