
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-২ (ধামইরহাট–পত্নীতলা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খানের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে এক অভূতপূর্ব মোটরসাইকেল শোডাউন।
৬ ডিসেম্বর (শনিবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এই শোডাউনটি অনুষ্ঠিত হয়, যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। আয়োজকদের দাবি, এতে ১৫ হাজারেরও বেশি মোটরসাইকেল অংশ নেয়।
দিনব্যাপী শোডাউনে নৌকা, দলীয় পতাকা, ব্যানার–ফেস্টুন এবং শ্লোগানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শোডাউনের বিভিন্ন স্থানে বিএনপি মনোনীত প্রার্থী মো. সামসুজ্জোহা খান গাড়িতে উঠে নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং আসন্ন নির্বাচনে ধামইরহাট–পত্নীতলা বাসীর সমর্থন কামনা করেন।
ধামইরহাট সরকারি এম এম কলেজ মাঠ থেকে শোডাউনটি শুরু হয়ে পত্নীতলার নেতাকর্মীদের সাথে একত্রিত হয়। এরপর শিবপুর, মধইল, আগ্রাদ্বিগুন, ধামইরহাট, মঙ্গলবাড়ী ও ইসবপুর হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে শেষ পর্যন্ত আড়ানগর কলেজ মাঠে শোডাউনের সমাপ্তি ঘটে।
শোডাউনে ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এম. এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীরসহ দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে শোডাউনকে কেন্দ্র করে দুই উপজেলায় উৎসবের আমেজ তৈরি হয়। কর্মী–সমর্থকদের এমন ঢল বিএনপির নির্বাচনী মাঠে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
কামরুল হাসান জীবন, নওগাঁ প্রতিনিধি : 



















