ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

স্বাস্থ্যকর্মীদের টানা ৩ দিনের কর্মবিরতি

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নসহ বিভিন্ন দাবি আদায়ে নওগাঁর সাপাহারে পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) পদমর্যাদার মাঠপর্যায়ের কর্মীরা টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ ছাব্বিশ বছর ধরে নিয়োগবিধি সংস্কার ও বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে মাঠপর্যায়ে কর্মরতরা কাজের প্রাপ্য মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চয়তা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁরা জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গুরুত্বপূর্ণ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন মাঠকর্মীরাই। কিন্তু কাঙ্ক্ষিত নিয়োগবিধি বাস্তবায়িত না হওয়ায় কর্মীদের মধ্যে চরম হতাশা, ক্ষোভ এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বক্তারা আরও বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমের সাফল্য নির্ভর করে মাঠপর্যায়ের এই তিন ক্যাডারের ওপর। অথচ তাদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হওয়ায় পারিবারিক ও সামাজিকভাবে তারা নানা সংকটে পড়ছেন। দ্রুত সময়ে দাবি বাস্তবায়ন না হলে পরিবার পরিকল্পনা সেবার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে। অবস্থান কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত এফডব্লিউভি, এফডব্লিউএ ও এফপিআই পদমর্যাদার নারী-পুরুষ কর্মীরা উপস্থিত ছিলেন। সকলেই একযোগে দাবি জানান—সময়ক্ষেপণ না করে অবিলম্বে নিয়োগবিধি সংস্কার ও বাস্তবায়ন করতে হবে, অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। কর্মসূচি শেষে নেতৃবৃন্দ ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধাপে ধাপে বৃহত্তর কর্মসূচি পালন করবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নওগাঁ-২ আসনে বিএনপির ১৫ হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন

স্বাস্থ্যকর্মীদের টানা ৩ দিনের কর্মবিরতি

আপডেট সময় ০৬:০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নসহ বিভিন্ন দাবি আদায়ে নওগাঁর সাপাহারে পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) পদমর্যাদার মাঠপর্যায়ের কর্মীরা টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ ছাব্বিশ বছর ধরে নিয়োগবিধি সংস্কার ও বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে মাঠপর্যায়ে কর্মরতরা কাজের প্রাপ্য মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চয়তা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁরা জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গুরুত্বপূর্ণ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন মাঠকর্মীরাই। কিন্তু কাঙ্ক্ষিত নিয়োগবিধি বাস্তবায়িত না হওয়ায় কর্মীদের মধ্যে চরম হতাশা, ক্ষোভ এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বক্তারা আরও বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমের সাফল্য নির্ভর করে মাঠপর্যায়ের এই তিন ক্যাডারের ওপর। অথচ তাদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হওয়ায় পারিবারিক ও সামাজিকভাবে তারা নানা সংকটে পড়ছেন। দ্রুত সময়ে দাবি বাস্তবায়ন না হলে পরিবার পরিকল্পনা সেবার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে। অবস্থান কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত এফডব্লিউভি, এফডব্লিউএ ও এফপিআই পদমর্যাদার নারী-পুরুষ কর্মীরা উপস্থিত ছিলেন। সকলেই একযোগে দাবি জানান—সময়ক্ষেপণ না করে অবিলম্বে নিয়োগবিধি সংস্কার ও বাস্তবায়ন করতে হবে, অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। কর্মসূচি শেষে নেতৃবৃন্দ ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধাপে ধাপে বৃহত্তর কর্মসূচি পালন করবেন।