
৫০ বছরের রাজনৈতিক পথচলা, প্রেক্ষাপট পরিবর্তন ও ঘুরে দেখার বাস্তব অভিজ্ঞতা বিষয়ে আলোচনা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সদর-১ আসনে এমপি প্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করেছেন সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. ইলিয়াছ উদ্দিন। ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকেল তিনটায় শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট দৈনিক তথ্য ধারা কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তিনি এই ঘোষণা দেন। উপস্থিত সাংবাদিকদের সম্মুখে দেওয়া বক্তব্যে বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ ইলিয়াছ উদ্দিন তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তুলে ধরেন।
এ সময় তিনি আরও বলেন, শেরপুর জেলা জাপার ক্রান্তিলগ্নে তিনি হাল ধরেছিলেন। পরবর্তীতে দলকে আরও সুসংগঠিত করতে চরাঞ্চলের সন্তান হিসেবে মাহমুদুল হক মনিকে জাতীয় পার্টিতে যোগদান করান। তবে একসময় মাহমুদুল হক মনি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন এবং এক পর্যায়ে বর্ষীয়ান নেতা ইলিয়াছ উদ্দিনকে দল থেকে বহিষ্কার করিয়ে শেরপুর জেলা জাপার সভাপতি পদটি দখল করে নেন। ইলিয়াছ উদ্দিন গণমাধ্যম কর্মীদের জানান, মাহমুদুল হক মনি রাজনীতিকে পুঁজি করে বিভিন্ন অপকর্মসহ অনেকের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়া শুরু করেন। এসব ঘটনায় ৩ ডিসেম্বর ছয়টি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলায় ঢাকার উত্তরা পশ্চিম থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে এবং বর্তমানে মনি কারাবাস করছেন।
সাবেক এই উপজেলা চেয়ারম্যান গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে দৃঢ়কণ্ঠে বলেন, তিনি আর জাতীয় পার্টিতে যাচ্ছেন না। শেরপুরের চরাঞ্চলের মানুষ এবং ভোটারদের কাছে তিনি বেশ জনপ্রিয় নেতা। তাই তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা দিয়েছেন। পরিশেষে তিনি উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন।
শেরপুর থেকে মো. সাইদুর রহমান আপন : 



















