ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাটহাজারীতে বিশেষ অভিযানে যুবলীগ-ছাত্রলীগের চার নেতাকর্মীসহ ছয়জন আটক সিংগাইরে শারফিন মোল্লা হত্যার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বগুড়ার ধুনটে কৃষি প্রণোদনা কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ টিকটকে উস্কানিমূলক ভিডিও : পার্বতীপুরের আ’লীগ নেত্রী আটক বালু-পাথর লুট, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স : সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের পূবাইলে বিএনপি’র দোয়া মাহফিল ও তবারক বিতরণ নবাগত পুলিশ সুপারের সঙ্গে নওগাঁর সাংবাদিকদের মতবিনিময় রামগঞ্জে জমি দখলে বাধা দেওয়ায় ভাতিজাদের হামলায় চাচার মৃত্যু ঘিওর বালিয়াখোড়া গ্রামের মনিদাস পাড়াকে ঢাক ঢোল পাড়া হিসেবে চেনে প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফায় ৪৮ শতাংশ প্রবৃদ্ধি, আর্থিক সূচকে অসাধারণ সাফল্য

সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহকালে সময় টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও এখন টেলিভিশনের প্রতিনিধি সোহান মাহমুদের উপর হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলার গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিটিজেএ’র সহ-সভাপতি ও ৭১ টেলিভিশনের সাংবাদিক একেএস রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক ফারুক হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম উদ দৌলা, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, এবং হামলার শিকার এখন টেলিভিশনের সাংবাদিক সোহান মাহমুদ। চিকিৎসাজনিত কারণে দেশের বাইরে অবস্থান করলেও সিটিজেএ’র সভাপতি ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক রফিকুল আলম মোবাইল ফোনে সাংবাদিকের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকেরা তাঁদের পরিচয় দেওয়ার পরও সন্ত্রাসী শুভ’র নেতৃত্বে প্রায় বিশ থেকে পঁচিশ জন সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়, মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। সাংবাদিকের উপর হামলার বিরুদ্ধে প্রশাসন যদি এই অবস্থার উন্নতি না করে, তবে তা দেশের জন্য সুফল বয়ে আনবে না। তাঁরা দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের বিএনপি’র প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের ‘গুন্ডা বাহিনী’ গোমস্তাপুরের রহনপুর কলেজ মোড়ে মশাল মিছিলের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর এই হামলা চালায়। প্রার্থী বাতিলের দাবিতে আয়োজিত ওই মিছিলের ভিডিও ধারণ ও সাংবাদিক পরিচয় দেওয়ার পরও সময় টেলিভিশন ও এখন টেলিভিশনের এই দুই সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে বিশেষ অভিযানে যুবলীগ-ছাত্রলীগের চার নেতাকর্মীসহ ছয়জন আটক

সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৭:৪৩:১০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহকালে সময় টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও এখন টেলিভিশনের প্রতিনিধি সোহান মাহমুদের উপর হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলার গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিটিজেএ’র সহ-সভাপতি ও ৭১ টেলিভিশনের সাংবাদিক একেএস রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক ফারুক হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম উদ দৌলা, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, এবং হামলার শিকার এখন টেলিভিশনের সাংবাদিক সোহান মাহমুদ। চিকিৎসাজনিত কারণে দেশের বাইরে অবস্থান করলেও সিটিজেএ’র সভাপতি ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক রফিকুল আলম মোবাইল ফোনে সাংবাদিকের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকেরা তাঁদের পরিচয় দেওয়ার পরও সন্ত্রাসী শুভ’র নেতৃত্বে প্রায় বিশ থেকে পঁচিশ জন সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়, মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। সাংবাদিকের উপর হামলার বিরুদ্ধে প্রশাসন যদি এই অবস্থার উন্নতি না করে, তবে তা দেশের জন্য সুফল বয়ে আনবে না। তাঁরা দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের বিএনপি’র প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের ‘গুন্ডা বাহিনী’ গোমস্তাপুরের রহনপুর কলেজ মোড়ে মশাল মিছিলের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর এই হামলা চালায়। প্রার্থী বাতিলের দাবিতে আয়োজিত ওই মিছিলের ভিডিও ধারণ ও সাংবাদিক পরিচয় দেওয়ার পরও সময় টেলিভিশন ও এখন টেলিভিশনের এই দুই সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করা হয়।