
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের বদলি জনিত বিদায় উপলক্ষে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মাঝে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ। তাঁর মানবিক আচরণ, সেবামুখী উদ্যোগ ও সাধারণ মানুষের প্রতি আন্তরিকতা তাকে ঘোড়াঘাটবাসীর হৃদয়ে বিশেষভাবে জায়গা করে দিয়েছে।
ইউএনও রফিকুল ইসলামের এই বিদায়ক্ষণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ঘোড়াঘাট পৌরসভার ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ও উদীয়মান তরুণ কবি জান্নাতুন ফেরদৌসী। মাত্র ১৫ বছর বয়সেই তাঁর সাহিত্যচর্চার সুনাম রয়েছে বিদ্যালয়জুড়ে। বিদায়ি নির্বাহী কর্মকর্তার প্রতি সম্মান জানাতে তিনি রচনা করেন এক হৃদয়স্পর্শী কবিতা, যা অনুষ্ঠানস্থলে উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জান্নাতুন ফেরদৌসী নিয়মিত কবিতা লেখেন এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। ইউএনও রফিকুল ইসলামের সমাজসেবামূলক কাজ ও শিক্ষার প্রতি তাঁর অনুপ্রেরণার বিষয়টি জান্নাতুনকে বিশেষভাবে আলোড়িত করেছে। তাই বিদায়ের মুহূর্তে তিনি নিজের হাতে লেখা কাব্যিক শ্রদ্ধাঞ্জলি উপহার দেন ইউএনওকে।
স্থানীয়রা বলছেন, ইউএনও রফিকুল ইসলামের বিদায় ঘোড়াঘাটবাসীর জন্য এক অপূরণীয় শূন্যতা হলেও জান্নাতুন ফেরদৌসীর এই কাব্যিক শ্রদ্ধাঞ্জলি মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তুলেছে।
ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : 



















