ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাটহাজারীতে বিশেষ অভিযানে যুবলীগ-ছাত্রলীগের চার নেতাকর্মীসহ ছয়জন আটক সিংগাইরে শারফিন মোল্লা হত্যার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বগুড়ার ধুনটে কৃষি প্রণোদনা কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ টিকটকে উস্কানিমূলক ভিডিও : পার্বতীপুরের আ’লীগ নেত্রী আটক বালু-পাথর লুট, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স : সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের পূবাইলে বিএনপি’র দোয়া মাহফিল ও তবারক বিতরণ নবাগত পুলিশ সুপারের সঙ্গে নওগাঁর সাংবাদিকদের মতবিনিময় রামগঞ্জে জমি দখলে বাধা দেওয়ায় ভাতিজাদের হামলায় চাচার মৃত্যু ঘিওর বালিয়াখোড়া গ্রামের মনিদাস পাড়াকে ঢাক ঢোল পাড়া হিসেবে চেনে প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফায় ৪৮ শতাংশ প্রবৃদ্ধি, আর্থিক সূচকে অসাধারণ সাফল্য

কারখানা শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ১

গাজীপুরের টঙ্গী থানার একটি কারখানায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে গোলাম রাব্বি (১৮) নামে এক শ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিন মিয়া (১৮) নামে কারখানার আরেক শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। নিহত ও গ্রেফতারকৃত উভয়ই নেত্রকোণা জেলার বাসিন্দা।

শনিবার দুপুরে টঙ্গীর হিমারদীঘি এলাকায় হক গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। কারখানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে অন্য শ্রমিকদের সঙ্গে ময়দা ও চিনির বস্তা খোলার কাজ করছিলেন গোলাম রাব্বি। কাজের সময় তার শরীরে আটা ও চিনি লেগে থাকায় কারখানার কম্প্রেসার মেশিন দিয়ে বাতাস দিয়ে শরীর পরিষ্কার করার চেষ্টা করেন অন্য শ্রমিকরা। এই সময় রবিন কম্প্রেসার মেশিনের পাইপ রাব্বির পায়ুপথে প্রবেশ করিয়ে বাতাস দেন। এতে রাব্বি মারাত্মকভাবে আহত হন।

রাব্বি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রবিবার সকালে নিহত রাব্বির বাবা মামুন মিয়া টঙ্গী পূর্ব থানায় হত্যার মামলা করেন। ইতোমধ্যে অভিযুক্ত রবিন মিয়াকে গ্রেফতার করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ইশান বলেন, এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা এবং অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান অভিযোগটি নিশ্চিত করে বলেন, হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতকে কারাগারে পাঠানো হয়েছে।

নিহত গোলাম রাব্বি নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার কমলা গ্রামের মামুন মিয়ার ছেলে। গ্রেফতার রবিন মিয়া একই জেলার কলমাকান্দা উপজেলার গয়পুর গ্রামের সবুজ মিয়ার ছেলে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বার্তা বিভাগ

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে বিশেষ অভিযানে যুবলীগ-ছাত্রলীগের চার নেতাকর্মীসহ ছয়জন আটক

কারখানা শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ১

আপডেট সময় ১২:৩৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

গাজীপুরের টঙ্গী থানার একটি কারখানায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে গোলাম রাব্বি (১৮) নামে এক শ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিন মিয়া (১৮) নামে কারখানার আরেক শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। নিহত ও গ্রেফতারকৃত উভয়ই নেত্রকোণা জেলার বাসিন্দা।

শনিবার দুপুরে টঙ্গীর হিমারদীঘি এলাকায় হক গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। কারখানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে অন্য শ্রমিকদের সঙ্গে ময়দা ও চিনির বস্তা খোলার কাজ করছিলেন গোলাম রাব্বি। কাজের সময় তার শরীরে আটা ও চিনি লেগে থাকায় কারখানার কম্প্রেসার মেশিন দিয়ে বাতাস দিয়ে শরীর পরিষ্কার করার চেষ্টা করেন অন্য শ্রমিকরা। এই সময় রবিন কম্প্রেসার মেশিনের পাইপ রাব্বির পায়ুপথে প্রবেশ করিয়ে বাতাস দেন। এতে রাব্বি মারাত্মকভাবে আহত হন।

রাব্বি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রবিবার সকালে নিহত রাব্বির বাবা মামুন মিয়া টঙ্গী পূর্ব থানায় হত্যার মামলা করেন। ইতোমধ্যে অভিযুক্ত রবিন মিয়াকে গ্রেফতার করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ইশান বলেন, এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা এবং অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান অভিযোগটি নিশ্চিত করে বলেন, হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতকে কারাগারে পাঠানো হয়েছে।

নিহত গোলাম রাব্বি নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার কমলা গ্রামের মামুন মিয়ার ছেলে। গ্রেফতার রবিন মিয়া একই জেলার কলমাকান্দা উপজেলার গয়পুর গ্রামের সবুজ মিয়ার ছেলে।