
ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেড (DSHL) এবং উত্তরা সেক্টর ১২ ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে উত্তরা ১২ নম্বর সেক্টরে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ হাজার (৫,০০০) মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।
১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত এই সেবামূলক কর্মসূচি পরিচালিত হয়।
প্রায় ৫ হাজার মানুষকে মোট ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এই ক্যাম্পে স্বেচ্ছাসেবী হিসেবে সেবা প্রদান করেন।এসময় ১২টি ভিন্ন ভিন্ন বিভাগে চিকিৎসা দেওয়া হয়। বিভাগগুলোর মধ্যে ছিলো, মেডিসিন, ইউরোলজি,ডেন্টাল, অর্থোপেডিক, জেনারেল সার্জারি, গাইনী,শিশু, গ্যাস্ট্রোএন্টারোলজি, চর্ম ও যৌনরোগ, কার্ডিওলজি, চক্ষু,নাক-কান-গলা।
এলাকার স্থায়ী বাসিন্দা ও দরিদ্র-অসহায় রোগীরা বিনামূল্যে এই উন্নত চিকিৎসা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
ক্যাম্পের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. সাব্বির আহমেদ খান (চেয়ারম্যান, ইউরোলজি বিশেষজ্ঞ, ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ), এস. এম. জাহাঙ্গীর হোসেন (ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ), দেলোয়ার হোসেন (ভাইস-চেয়ারম্যান, ঢাকা স্পেশালাইজড হসপিটাল ও সাধারণ সম্পাদক, উত্তরা ১২ সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি), ফজলুর রহমান (ডাইরেক্টর, ঢাকা স্পেশালাইজড হসপিটাল), আলী আহাদ (জেনারেল ম্যানেজার, ঢাকা স্পেশালাইজড হসপিটাল) প্রমূখ।
ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাহাঙ্গীর হোসেন জানান উত্তরা এলাকার প্রতিটি সেক্টরে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি মূল্যবান সময় দিয়ে সেবা প্রদানের জন্য স্বেচ্ছাসেবী সকল চিকিৎসককে আন্তরিক ধন্যবাদ জানান।
নাজমুল ইসলাম মন্ডল : 



















