
টেকনাফের সাবরাং ইউনিয়নের চান্দুলি পাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কলেজছাত্র হাসান শরীফ প্রকাশ তাহসিনকে (২৪) উদ্ধার করেছে র্যাব-১৫, কক্সবাজার, সিপিসি-১। বুধবার (১২ নভেম্বর) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।
বিশেষ সূত্রে জানা যায়, হাসান শরীফ টেকনাফ সরকারি ডিগ্রি কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। গত ৯ নভেম্বর বিকেল ৫টার দিকে তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে টেকনাফ পৌরসভার মায়মুনা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা ৪-৫ জন অপহরণকারী তার পথ রোধ করে ছুরি দেখিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
অপহরণের পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে টেকনাফ সদর মডেল থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করেন। পরে অপহরণকারীরা একাধিকবার ফোন করে হাসান শরীফকে হত্যার হুমকি দিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে র্যাব-১৫ তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। গত মঙ্গলবার রাতে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চান্দুলি পাড়ার কালুর বসতঘরে অভিযান চালিয়ে ভিকটিম হাসান শরীফকে উদ্ধার করা হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, সীমান্তবর্তী টেকনাফে মাদক ও অস্ত্র চোরাচালানের পাশাপাশি অপহরণ ও মানবপাচার বেড়ে চলেছে। এসব অপরাধ দমনে র্যাব-১৫ নিয়মিত অভিযান পরিচালনা করলেও, আইনি প্রক্রিয়ার ফাঁকফোকর ও প্রভাবশালী মহলের তদবিরে অনেক অপরাধী পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে।
ঘটনার পর হাসান শরীফ বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।
মোস্তফা জামান চৌধুরী, উখিয়া-টেকনাফ প্রতিনিধি : 






















