
“ক্রিড়াই শক্তি, ক্রিড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বাগবাটী ইউনিয়নের কানগাতী আশ্রয়ণ প্রকল্প মাঠে মরহুম আব্দুল্লাহ আল মাহমুদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. নাজমুল হাসান তালুকদার রানা।
খেলার পুরস্কার হিসেবে দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে একটি বড় ফ্রিজ উপহার দেন বাগবাটী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির ও সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা, বাগবাটী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রেজাউর রহমান খান দুদু, সাধারণ সম্পাদক আব্দুল হাই, সিনিয়র সহ-সভাপতি শামীম মির্জা, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম. এ. আব্দুল মান্নান খান প্রিন্সসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলায় ধারাভাষ্য দেন রিফাত আহমেদ। খেলায় মাথাইল চাপড় ফুটবল দল ১–০ গোলে সিংড়াবাড়ী ফুটবল দলকে পরাজিত করে শিরোপা জয় করে। খেলাটি উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগবাটী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. গোলাম রসুল। সঞ্চালনায় ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বাগবাটী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন মির্জা ও মো. ইউসুফ মোহরী।
শাহীন খান : 








