
চাঁদপুর জেলার হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত থাকার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে হাইমচর উপজেলায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ওসি (নিরস্ত্র) মো. মহিউদ্দিন সুমন গত ১৫ মে শারীরিক অসুস্থতা অনুভব করলে ঢাকার আজগর আলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে Acute Myeloid Leukemia (ব্লাড ক্যান্সার) শনাক্ত হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ২১ মে তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে প্রেরণ করা হয় এবং পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়, যেখানে তিনি মৃত্যুবরণ করেন।
তার গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মো. মহিউদ্দিন সুমন ২০২৪ সালের ১৭ অক্টোবর হাইমচর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রাখেন।
হাইমচর থানার ভারপ্রাপ্ত ওসি মো. শাহ আলম তার মৃত্যু নিশ্চিত করে বলেন, “ওসি মহিউদ্দিন সুমনের মৃত্যুতে পুরো হাইমচর থানায় শোক নেমে এসেছে। তিনি ছিলেন কর্তব্যপরায়ণ ও মানবিক একজন পুলিশ কর্মকর্তা।”
এস এম পারভেজ, স্টাফ রিপোর্টার : 









