
মেট্রোরেল এবং দেশের সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে এই রিট পিটিশনটি দায়ের করেন। রিটে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।
রিট আবেদনে যুক্তি দেওয়া হয়েছে যে, মেট্রোরেল ও ফ্লাইওভারের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে।
দেশের অবকাঠামোগত নিরাপত্তার স্বার্থে এই প্যাডগুলোর গুণগত মান সঠিক আছে কিনা, তা যাচাই করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা প্রয়োজন। বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শিগগিরই শুনানি হতে পারে বলে জানা গেছে।
মোহাম্মদ আলী মোস্তফা: 






















