ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় ৪০টি পরিবারের ভোগদখলীয় সম্পত্তি জবরদখল ও মিথ্যা মামলার অভিযোগ

  • জেলা প্রতিনিধি :
  • আপডেট সময় ১০:৫৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুর উপজেলায় ৪০টিরও বেশি ভূমিহীন পরিবারের বসতভিটা জবরদখল ও মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৪ অক্টোবর সকাল ১১টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শেরপুর প্রেসক্লাবের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ভূমি জবরদখল ও হয়রানির শিকার ভুক্তভোগী পরিবারগুলোর আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে গ্রামের নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে তারা শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

ভুক্তভোগী কোব্বাত ও খুশি বেগম জানান, তারা শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কদিমুকুন্দ মৌজার হাটদীঘি পুকুরপাড় গ্রামের বাসিন্দা। প্রায় ৪৩ বছর আগে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে এসে তারা সেখানে বসবাস শুরু করেন। ভূমিহীন হিসেবে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসলেও সম্প্রতি স্থানীয় প্রভাবশালী সুবাস চন্দ্র মাহাতো পুলিশের সহায়তায় জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছেন। তারা অভিযোগ করেন, কিছুদিন আগে অস্ত্রসজ্জিত সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালিয়ে পুকুর দখলের চেষ্টা চালানো হয়। এতে অন্তত ১৫ জন গুরুতর আহত হন। পরে রাতের আঁধারে তাদের বাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে হত্যাচেষ্টা করা হয়। এছাড়া প্রভাবশালী মহল একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে বলেও অভিযোগ করেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া নাসির উদ্দিন ও কোহিনুরসহ অনেকে জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করে বলেন, ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও ক্ষতিগ্রস্তদের দোকানপাট ফেরত দেওয়ারও দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ভূমিদস্যুদের হাত থেকে হয়রানিমুক্ত জীবন নিশ্চিত করার আহ্বান জানান।

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, “আমরা ভুক্তভোগীদের স্মারকলিপি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বার্তা বিভাগ

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ৪০টি পরিবারের ভোগদখলীয় সম্পত্তি জবরদখল ও মিথ্যা মামলার অভিযোগ

আপডেট সময় ১০:৫৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

বগুড়ার শেরপুর উপজেলায় ৪০টিরও বেশি ভূমিহীন পরিবারের বসতভিটা জবরদখল ও মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৪ অক্টোবর সকাল ১১টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শেরপুর প্রেসক্লাবের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ভূমি জবরদখল ও হয়রানির শিকার ভুক্তভোগী পরিবারগুলোর আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে গ্রামের নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে তারা শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

ভুক্তভোগী কোব্বাত ও খুশি বেগম জানান, তারা শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কদিমুকুন্দ মৌজার হাটদীঘি পুকুরপাড় গ্রামের বাসিন্দা। প্রায় ৪৩ বছর আগে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে এসে তারা সেখানে বসবাস শুরু করেন। ভূমিহীন হিসেবে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসলেও সম্প্রতি স্থানীয় প্রভাবশালী সুবাস চন্দ্র মাহাতো পুলিশের সহায়তায় জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছেন। তারা অভিযোগ করেন, কিছুদিন আগে অস্ত্রসজ্জিত সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালিয়ে পুকুর দখলের চেষ্টা চালানো হয়। এতে অন্তত ১৫ জন গুরুতর আহত হন। পরে রাতের আঁধারে তাদের বাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে হত্যাচেষ্টা করা হয়। এছাড়া প্রভাবশালী মহল একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে বলেও অভিযোগ করেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া নাসির উদ্দিন ও কোহিনুরসহ অনেকে জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করে বলেন, ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও ক্ষতিগ্রস্তদের দোকানপাট ফেরত দেওয়ারও দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ভূমিদস্যুদের হাত থেকে হয়রানিমুক্ত জীবন নিশ্চিত করার আহ্বান জানান।

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, “আমরা ভুক্তভোগীদের স্মারকলিপি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।